Description
Organifybd কুরবানির হাট – ২০২১
মানব ইতিহাসে কোরবানির বিষয়টি সুপ্রাচীন। যার ভাবার্থ কোরবানির ত্যাগের মাধ্যমে সাওয়াব লাভ করা। সকল নবীগণের জন্যই কোরবানির পরীক্ষা দিতে হয়েছে। কেউ দেশ ত্যাগে কেউ নিকটত্মীয় ত্যাগ করে আর কেউ জীবনের হাসি আনন্দ ও সর্বোৎকৃষ্ট বস্তুকে ত্যাগ করে নজরানা পেশ করেছেন।
কোরবানির মুখ্য উদ্দেশ্য তাকওয়া অর্জন করা। তাকওয়ার মাধ্যমেই আত্মা পরিশুদ্ধ হয়।
ঈমানের সর্বোচ্চ নমুনা হলো আল্লাহর এই বাণী -, ‘বলো, আমার সালাত, আমার হজ ও কোরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর উদ্দেশ্যে।’ (সূরা আনআম, আয়াত-১৬২)। কোরবানি আমাদের শিক্ষা দেয় আল্লাহর জন্য পূর্ণ তাকওয়া (আল্লাহভীতি ও মনের একাগ্রতা) নিয়ে কোরবানি করতে হবে, লোক দেখানোর জন্য নয়। আল্লাহ বলেন, আমার কাছে এগুলোর গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের মনের তাকওয়া।’ (সূরা হাজ, আয়াত-৩৭)।
হালাল খাদ্য খেয়ে বেড়ে ওঠা স্বাভাবিক ও সুস্থ্য গরু কোরবানি দেয়া কোরবানির এক মূখ্য দাবি।
তাই গরুর সাস্থ্যের চেয়েও সুসাস্থ্য পরখ করে গরু কিনুন।
কেনার আগে যাচাই করুন, গরুটি শতভাগ হালাল পদ্ধতিতে বেড়ে ওঠা কিনা, মানব দেহের জন্য স্বাস্থ্যকর কিনা!
.
অল্পদিনে অস্বাভাবিক উপায়ে অস্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী করে তোলা গরু আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য মারাত্মক এক ঝুঁকি।
কিছু অসাধু ব্যবসায়ী কোরবানিকে লক্ষ্য রেখে অল্প সময়ে অধিক মুনাফার জন্য নানা হারাম ও অপ্রাকৃতিক উপায়ে গরু মোটা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
≠ ডেক্সামেথাসন বা পাম ট্যাবলেট জাতীয় ওষুধ যা দেহ কোষে পানির পরিমাণ বাড়িয়ে পশুকে বড়, হৃষ্টপুষ্ট দেখায়।
≠ স্টেরয়েড বা হরমোন ইনজেকশন যা দ্রুতবর্ধনে সাহায্য করে।
≠ গরু মোটাতাজা করার নামে সরাসরি ইউরিয়া খাওয়ায়।
এর মধ্যে প্রথমটি পশু এবং মানব স্বাস্থ্যের জন্য সরাসরি ক্ষতিকর। পরের দুটি মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা তা বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন।
→পক্ষান্তরে আমাদের গরু লালন পালন প্রাকৃতিক খাদ্য নির্ভর।
আমাদের গরু বেড়ে ওঠে পরিচ্ছন্ন পরিবেশে- প্রাকৃতিক ঘাস, কুড়া,ভুষি ও পুষ্টিমান সমৃদ্ধ রেডি মেড খাদ্য খেয়ে।
শতভাগ হালাল গরুর জন্য আস্থা রাখুন আমাদের উপর।
গরু ক্রয় সংক্রান্ত বিস্তারিত তথ্যঃ
- প্রতি কেজি ৪২০ টাকা হিসেবে গরু ক্রয়ের সময়ে গরুর যে ওজন হবে সেই ভিত্তিতে গরুর দাম নির্ধারিত হবে। অর্থাৎ ২০০ কেজি ওজনের কোন গরুর মূল্য হবে ৮৪০০০ টাকা।
পেমেন্ট পদ্ধতিঃ
- গরু পছন্দ হলে গরুর আনুমানিক অর্ধেক মূল্য ব্যাংক একাউন্ট অথবা ক্যাশ পরিশোধ করে গরু বুকিং দিতে হবে।
- গরু হস্তান্তরের দিন গরুর ওজন সাপেক্ষে বাকি মূল্য গরু বুঝে পেয়ে ব্যাংক একাউন্ট অথবা ক্যাশ পরিশোধ করতে হবে।
- প্রি অর্ডার নেয়া হচ্ছে।
- ডেলিভারি চার্জ গ্রাহক নিজে বহন করবেন
- গরু জবাই করে ডেলিভারি চাইলে আলাদা চার্জ প্রযোজ্য হবে।
ব্যাংক একাউন্ট নাম্বারঃ
20504240200077801
(Islami Bank Bangladesh Ltd)
Panchlaish Branch, Chattogram
আরো তথ্যের জন্য যোগাযোগঃ
01733357777
01733357776
01733357775
01733357774
Reviews
There are no reviews yet.